দীর্ঘ দিন ধরে ইসরাইলে কারান্তরিন থাকা ফিলিস্তিনি রাজনৈতিক বন্দী ও ফাতাহ নেতা মারওয়ান বারগুছি জুলাইয়ে অনুষ্ঠিতব্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা পোষণ করছেন। ফাতাহ থেকে বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। যদি মারওয়ান বারগুছির প্রার্থিতা গ্রহণ করা হয়, তবে বারগুছি হবেন প্রথম প্রার্থী যিনি ইসরাইলের কারাগারে থেকে ফিলিস্তিনি নেতৃত্বের সর্বোচ্চ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বর্তমানে ইসরাইলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন তিনি।
ফিলিস্তিনি পশ্চিম তীর ভূখণ্ডের নিয়ন্ত্রণ করা ফাতাহ দলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মিডল ইস্ট আইকে এই তথ্য দিয়েছেন। ওই নেতা বলেন, বারগুছি নির্বাচনে অংশ নেয়ার চিন্তা করছেন। ফাতাহ নেতাদের মধ্যে বর্তমানে এই বিষয় নিয়ে আলোচনা চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফাতাহর ভেতরে আলোচনা চলছে কী করে কোনো প্রকার আভ্যন্তরীণ বিবাদ ছাড়াই বারগুছিকে প্রেসিডেন্টের প্রার্থিতায় মনোনয়ন থেকে বাদ দেয়া যায়। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একইসাথে ফাতাহ দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
বারগুছির জন্য বিকল্প একটি পথ হতে পারে নিজের রাজনৈতিক দল তৈরি করে ওই দলের ব্যানারে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া।
মিডল ইস্ট আইকে বারগুছির পরিবার জানায়, তারা নিশ্চিত করে বলতে পারছে না তিনি নির্বাচনে অংশ নেবেন কিনা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে কায়রোতে নির্বাচনের বিষয়ে অনুষ্ঠিতব্য বৈঠকের পর বারগুছির এই বিষয়ে অবস্থান নিশ্চিত করা যাবে।
সূত্র : মিডল ইস্ট আই