spot_img

কলারোয়া পৌর নির্বাচনে তৃতীয় লিঙ্গের প্রার্থীর জয়

অবশ্যই পরুন

সাতক্ষীরার কলারোয়ায় পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আংটি প্রতীক নিয়ে তৃতীয় লিঙ্গের সেই আলোচিত প্রার্থী দিথী খাতুন নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত- ৩নং (৭নং, ৮নং ও ৯নং) ওয়ার্ডে ২০৭৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন বলে জানা গেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জবা ফুল প্রতীকের হাসিনা আক্তার পেয়েছেন ১১৮৩ ভোট। অপর প্রার্থী টেলিফোন প্রতীকের জাহানারা খাতুন ৭৬৪ ভোট, আনারস প্রতীকের শাহানাজ খাতুন ৮৬৪ ভোট, চশমা প্রতীকের রুপা খাতুন ৫৮২ ভোট পেয়েছেন।

তৃতীয় লিঙ্গের এই প্রার্থী তার ৩টি কেন্দ্রের প্রত্যেকটিতে সর্বোচ্চ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে একই পদে তিনি চুড়ি প্রতীক নিয়ে প্রার্থী হয়ে মাত্র ১১ ভোটের ব্যবধানে হেরে যান। পরাজয় বরণ করেও তিনি দমেননি। এরপর থেকে তিনি দীর্ঘ ৫ বছর জনগণের পাশে থেকেছেন। তাদের সুখ দুঃখের সাথী ছিলেন। আর এ কারণেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাকে জয়যুক্ত করেছেন বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ