spot_img

পিএসজি থেকে বরখাস্ত হয়ে নতুন ঠিকানায় তুখেল

অবশ্যই পরুন

কিছুদিন আগেই জার্মানির কোচ টমাস তুখেলকে বরখাস্ত করেছে প্যারিসের ক্লাব পিএসজি। ফরাসি ক্লাবটি থেকে চাকরি হারানোর এক মাসের মাথায় নতুন ঠিকানা খুঁজে পেলেন এই জার্মান কোচ। চেলসির প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন নেইমার-এমবাপ্পেদের সাবেক কোচ।

নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করেছে চেলসি। তুখেলের সঙ্গে ১৮ মাসের চুক্তি করেছে ক্লাবটি। তবে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো সুযোগ রাখা হয়েছে।

ইংলিশ প্রিমিয়াল লিগের দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আনন্দ নিয়ে ক্লাবের ওয়েবসাইটের বিবৃতিতে তুখেল বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য চেলসির কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। সামনে আমার নতুন দলের সঙ্গে দেখা করতে এবং ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লিগে প্রতিযোগিতা করার জন্য আমি মুখিয়ে আছি। এটা দারুণ অনুভূতি যে, আমি এখন চেলসি পরিবারের অংশ। তাদের প্রতি কৃতজ্ঞতা।’

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে বরখাস্ত করার একদিনের মাথায় তুখেলকে নিয়োগ দিয়েছে চেলসি। সাবেক মিডফিল্ডার ল্যাম্পার্ডের কোচিংয়ের অভিষেক মৌসুমে শীর্ষ চারে থেকে ২০১৯-২০ প্রিমিয়ার লিগ শেষ করে চেলসি। এ ছাড়া এফএ কাপের ফাইনালেও উঠেছিল ক্লাবটি।

আজ বুধবার চলতি লিগে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে চেলসির ডাগআউটে অভিষেক হবে তুখেলের।

২০১৮ সালের মে মাসে পিএসজির দায়িত্ব নেন তুখেল। এই সময়ে দলটির হয়ে দুটি করে লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপের শিরোপা জেতেন জার্মানির কোচ। তবে নতুন মৌসুমে লিগ ওয়ানে নতুন মৌসুমটা তেমন ভালো যাচ্ছিল না পিএসজির। সময়টা খারাপ যাচ্ছিল চ্যাম্পিয়ানস লিগেও। গত আসরে ফাইনাল খেলা পিএসজি চ্যাম্পিয়নস লিগে প্রথম তিন রাউন্ডে দুইবার হারে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইস্তাম্বুল বাসাকসেহিরকে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করে প্যারিসের ক্লাবটি। তাই নতুন বছর শুরুর আগে ছয় মাসের চুক্তি বাকি থাকতেই তুখেলকে বাদ দিল পিএসজি।

সর্বশেষ সংবাদ

জিএসপি সুবিধা ফিরে পেতে চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রম অধিকার সংক্রান্ত দেশটির চাহিদা পূরণ করতে হবে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ