ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিতে পারেন লিওনেল মেসি। এমনই ইঙ্গিত দিলেন আর্জেন্টিনা জাতীয় দলে তার সতীর্থ লেয়ান্দ্রো পারেদেস।
মৌসুম শেষে লিওনেল মেসি বার্সেলোনা ছাড়বেন, এমনটা ধরে নিয়ে কয়েকটি বড় ক্লাব তাকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই দৌড়ে পিএসজির নামটা আছে সামনের কাতারেই।
ক’দিন আগে পিএসজিতে কোচ হিসেবে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মাউরিসিও পচেত্তিনো। এতে মেসির ফরাসি ক্লাবটিতে যাওয়ার গুঞ্জন আরো জোরালো হয়েছে।
এ মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে শেষ হবে মেসির চুক্তির মেয়াদ। এখন পর্যন্ত আসেনি দলটির সঙ্গে নতুন চুক্তির খবর। তাই তার সম্ভাব্য ভবিষ্যৎ ঠিকানা নিয়ে আসছে নানা খবর।a
ইতালিয়ান পত্রিকা করিয়েরে দেল্লো স্পোর্তকে পারেদেস বলেন, ‘পিএসজিতে মেসির যোগ দেওয়ার বিষয়টা তার ওপরই নির্ভর করছে। পিএসজি তাকে বোঝানোর চেষ্টা করছে। স্বদেশি কোচের কোচিংয়ে ও লিওর সঙ্গে খেলাটা হবে দারুণ এক পাওয়া… আশা করি, এমনটাই ঘটবে।’
শেষ পর্যন্ত মেসি পিএসজিতে যোগ দিলে সেখানে জাতীয় দলের সতীর্থদের মধ্যে পারেদেসকে ছাড়াও পাবেন অ্যাঙ্গেল ডি মারিয়াকে। এ ছাড়া রয়েছেন তার সাবেক ক্লাব সতীর্থ নেইমার।