spot_img

ভালো কিছুর প্রত্যাশায় কনা

অবশ্যই পরুন

দীর্ঘদিন পর স্টেজ শো শুরু করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। তবে সংখ্যার বিচারে বেশ কম সংখ্যক শো আয়োজন এখন হচ্ছে। করোনার কারণে বেশ বেছে বেছে শো করছেন এ শিল্পী। স্টেজের পাশাপাশি এরইমধ্যে চলচ্চিত্রের গানেও বেশ মনোযোগী কনা।

সম্প্রতি সরকারি অনুদানের ছবি ‘মুখোশ’-এর দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। দুটি গানেই তার সহশিল্পী ইমরান। অন্যদিকে ইমরানের সঙ্গে কনার নতুন একটি গানও প্রকাশ হয়েছে সম্প্রতি। ‘নিশিতে যাইয়ো গো ফুলবনে’ শীর্ষক গানটি কাভার করেছেন তারা।

গানটিতে পারফর্মও করেছেন তারা। এরইমধ্যে ডেডলাইন মিউজিক থেকে প্রকাশ পাওয়া এ গানটি বেশ পছন্দ করছেন শ্রোতা-দর্শক। তবে অনেক দিন ধরেই মৌলিক গানে তেমন পাওয়া যাচ্ছে না কনাকে। করোনাসহ চলচ্চিত্রের গান নিয়ে টানা ব্যস্ত থাকার ফলেই মৌলিক গানে সময় দিতে পারেননি বলে জানালেন।

এ বিষয়ে কনা বলেন, চলচ্চিত্রের গান নিয়ে আসলে নিয়মিত ব্যস্ত থাকতে হয়েছে। এর ওপর করোনার কারণেও দীর্ঘ একটা বিরতি পড়ে গেছে। তবে এ বছর কয়েকটি মৌলিক গান প্রকাশের ইচ্ছে রয়েছে। এরইমধ্যে দীর্ঘ সময় পর মৌলিক গানের কাজ শুরু করেছি। বছরের নির্দিষ্ট সময় পর পর এ গানগুলো ভিডিওসহ প্রকাশের ইচ্ছে রয়েছে। আমার বিশ্বাস গানগুলো ভালো লাগবে সবার।

চলচ্চিত্রের গান নিয়ে কনা বলেন, বেশকিছু নতুন ছবিতে গাওয়া হয়েছে। আরো কিছু গানে সামনে কণ্ঠ দেবো। আশা করছি ভালো কিছু হবে।

সর্বশেষ সংবাদ

জিএসপি সুবিধা ফিরে পেতে চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রম অধিকার সংক্রান্ত দেশটির চাহিদা পূরণ করতে হবে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ