এবার ফাইজার বায়োএনটেকের করোনা টিকা প্রয়োগে অনুমোদন দিলো অস্ট্রেলিয়া। রোববার সংবাদ সম্মেলনে একথা জানান দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।
কেবল জরুরি প্রয়োজনে নয়, সবার জন্য ব্যবহারেই অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। ফেব্রুয়ারিতে টিকাদান কর্মসূচি শুরুর পরিকল্পনা দেশটির। কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট।
হান্ট জানান, আগামী মাসে সপ্তাহে ৮০ হাজার ডোজ করে টিকা প্রয়োগের প্রত্যাশা তাদের। এ পর্যন্ত ১৪ কোটি ডোজ টিকা নিশ্চিত করেছে দেশটি। মাথাপিছু সর্বোচ্চ ডোজ নিশ্চিতকারী দেশগুলোর অন্যতম বলে দাবি অস্ট্রেলিয় স্বাস্থ্যমন্ত্রীর।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, টিজিএ কর্তৃপক্ষ ফাইজারের টিকা প্রয়োগে অনুমোদন দিয়েছে। উল্লেখ করতে চাই, অন্য অনেক দেশের মতো কেবল জরুরি ব্যবহারের জন্য নয়, বরং ১৬ বছরের ঊর্ধ্বে সবার জন্য প্রয়োগের সুপারিশ করেছেন তারা। এবার টিকা কর্মসূচি শুরু করতে চাই।