spot_img

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ক্লাব প্রেসিডেন্টসহ ৪ ফুটবলারের মৃত্যু

অবশ্যই পরুন

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের লাস পালমাস নামক একটি ক্লাবের প্রেসিডেন্টসহ চার ফুটবলার বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন। মারা গেছেন পাইলটও।

সোমবার (২৫ জানুয়ারি) লুজিমাঙ্গুয়েস নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সোমবার রাতে ভিলা নোভা ক্লাবের বিপক্ষে তাদের খেলার কথা ছিল। এই ঘটনার পর ম্যাচটি স্থগিত করা হয়েছে। খবর ডেইলি মিররের।

লাস পালমাসের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে যে, ক্লাবটি ভিলা নোভার বিপক্ষে বিমানে করে খেলতে যাচ্ছিল। বেসরকারি সংস্থার এই বাণিজ্যিক বিমানটি রানওয়ে থেকে উড্ডয়ন করার পর পরই ভূপাতিত হয়। তাতে ঘটনাস্থলেই প্রেসিডেন্ট লুকাস মেইরা, পাইলট ওয়াগনার মাচাদো, ফুটবলার- লুকাস পার্কদেস, গুইলহেরমে নোয়ি, রানুলি ও মার্কাস মোলিনারি মারা যান।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ