spot_img

২৫০ রানে চোখ উইন্ডিজ কোচ সিমন্সের

অবশ্যই পরুন

শুরুতে প্রত্যাশার পারদ তরতর করে ওপরে উঠলেও বাস্তবে তা ছিল ভিন্ন। নড়বড়ে দল নিয়ে প্রথম ম্যাচে ১২২ রানে অল আউট। দ্বিতীয় ম্যাচে একটু উন্নতি, ১৪৯ রানে অল আউট। দুই ম্যাচেই বাংলাদেশের কাছে যথাক্রমে ৬ ও ৭ উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে চট্টগ্রামে বাংলাদেশের মুখোমুখি হবে ক্যারিবীয়রা। শেষ ম্যাচে বড় স্কোরে ব্যাটসম্যানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উইন্ডিজ কোচ ফিল সিমন্স। এবার অন্তত ২৩০-২৫০ রান চান তিনি।

এই সিরিজ দিয়েই আইসিসি ওয়ানডে সুপার লিগে যাত্রা শুরু করে দুই দল। টানা দুই জয়ে বাংলাদেশ তুলে নিয়েছে ২০ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজ এখনো খুলতে পারেনি পয়েন্টের খাতা।

সিমন্স বলেছেন, ‘আমরা এখানে এসেছিলাম ৩০ পয়েন্টের জন্য। এখনো এই সিরিজ থেকে ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে আমাদের। সবচেয়ে বড় ব্যাপার হলো উন্নতি করা। ১২২ রানের পর আমরা ১৪৮ করেছি। কিন্তু আমাদের ২৩০-২৫০ রান করতে হবে, যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। বোলারদের লড়াই করার জন্য তো কিছু দিতে হবে…অবশ্যই ১০ পয়েন্ট চূড়ান্ত লক্ষ্য।’

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ