খুলনার ডুমুরিয়ায় একই দিনে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়।
শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের বালিয়াখালি ব্রীজের নিকট মোটরসাইকেলের সাথে যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ এ দুর্ঘটনা ঘটে। এতে জাহিদ খান (২৪) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত জাহিদ ডুমুরিয়া উপজেলার বানাই গ্রামের জাকির খানের ছেলে ও ডুমুরিয়া কলেজের স্নাত্মক পড়ুয়া শিক্ষার্থী।
অন্যদিকে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া এলাকায় বটতলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পাশের খাদে পড়ে যায়। এসময় বাসের ২৫ জন আহত হলেও ৩ যাত্রীকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
পুলিশ জানায়, সকালে খুলনা থেকে সাতক্ষীরার দিকে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। বালিয়াখালি ব্রীজের নিকটবর্তী মোড়ে একটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে বাসটির সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি খর্নিয়া থেকে ডুমুরিয়ার দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষের ফলে মোটরসাইকেল আরহী জাহিদ খান ঘটনাস্থলে মারা যান। এসময়ে মোটরসাইকেলটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়। আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আটকে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস, খর্নিয়া হাইওয়ে থানা ও ডুমুরিয়া থানার সদস্যরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ ও বাসটি খর্নিয়া হাইওয়ে থানার হেফাজতে আছে। তবে চালক পালিয়েছেন।
ডুমুরিয়া হাইওয়ে পুলিশের এসআই রেজাউল করিম জানান, বেলা সাড়ে ১১ টার দিকে খুলনা থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস চুকনগরে পৌঁছানোর আগে বটতলার পাশে উল্টে যায়। বাসটিতে ২০-২৫ জন যাত্রী ছিল। বাসটির সকলেই কম বেশি আহত হলেও ৩ জনকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।