spot_img

বিতর্কিত-অশ্লীল ওয়েব সিরিজ নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

অবশ্যই পরুন

ওয়েব সিরিজ নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্টদের প্রতি নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কে এম হাসান ও বিচারপতি খায়রুল আলেমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (১৮ জানুয়ারি) এই আদেশ দেয়।

আদালতে সংশ্লিষ্ট রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ। গণমাধ্যমকে তিনি জানান, তিন মাসের মধ্যে তথ্যসচিব ও বিটিআরসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের খসড়া নীতিমালার কপি হাইকোর্টে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

বিতর্কিত ও অশ্লীল ওয়েব সিরিজ থেকে অনৈতিক, নিন্দনীয় ও আইনবহির্ভূত ভিডিওগুলো সরিয়ে ফেলতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং গাফিলতিতে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত ৮ সেপ্টেম্বর রুল জারি করে হাইকোর্ট। আদেশে ওয়েব সিরিজের মনিটরিংয়ের জন্য কেন একটি নীতিমালা তৈরি করা হবে না, রুলে তাও জানতে চায় আদালত।

রিটের শুনানি নিয়ে ৮ সেপ্টেম্বর বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

গত ১৪ জুন বাংলাদেশি ওয়েব সিরিজের বিতর্কিত অংশ বাদ দিতে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ দিয়েছিলেন আইনজীবী তানভীর আহমেদ। সে নোটিশের কোনো জবাব না পেয়ে তিনি গত ১২ জুলাই হাইকোর্টে রিট দায়ের করেন।

সর্বশেষ সংবাদ

জিএসপি সুবিধা ফিরে পেতে চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রম অধিকার সংক্রান্ত দেশটির চাহিদা পূরণ করতে হবে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ