গত বছরের ৩ নভেম্বরের ভোটে বিজয়ী হয়ে আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জো বাইডেন। তবে বাইডেনের শপথ নেওয়ার আগের কয়েকদিন দেশজুড়ে সশস্ত্র বিক্ষোভের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো- এফবিআই।
বিবিসি’র এক খবরে বলা হয়, ২০ জানুয়ারির অনুষ্ঠান ঘিরে একযোগে দেশের ৫০টি অঙ্গরাজ্যের রাজধানীতে এবং ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র লোকজন জড়ো হতে পারে বলে এফবিআই এর কাছে তথ্য রয়েছে।
শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মধ্যেই এমন বিক্ষোভের শঙ্কার কথা জানিয়েছে এফবিআই।
সোমবার বাইডেন বলেছেন, ক্যাপিটলে গিয়ে শপথ নেওয়ার বিষয়ে তিনি মোটেও শঙ্কিত নন।
ফের হামলা হওয়ার আশঙ্কায় ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের ১৫ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। শপথগ্রহণ অনুষ্ঠানের দিন যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে না হয় সে কারণে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। আগামী ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ওয়াশিংটনকে নিরাপত্তার ঘেরাটোপে রাখা হবে বলে ন্যাশনাল গার্ড সূত্রে খবর।
ন্যাশনাল গার্ড-এর প্রধান ড্যানিয়েল হোকানসন জানিয়েছেন, আগামী শনিবারের মধ্যে ১০ হাজার সেনা পাঠানো হবে। তাদের মূলত নিরাপত্তা, পরিবহণ এবং যোগাযোগ ব্যবস্থার উপর নজরাদারি চালানোর দায়িত্ব দেওয়া হবে। পরে আরও সেনা পাঠানো হবে।