চীনা কো¤পানি সিনোভ্যাকের ২৫ মিলিয়ন ডোজ করোনার ভ্যাকসিন অর্ডার করেছে ফিলিপাইন। সোমবার দেশটির প্রেসিডেন্টের প্রাসাদ মালাচানাং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মুখপাত্র হ্যারি রক বলেন, আগামি মাসেই এই ভ্যাকসিন ফিলিপাইনে এসে পৌঁছাবে। তবে তিনি এ নিয়ে খুব বেশি আনন্দিত না হতে আহবান জানিয়েছেন। বলেন, প্রথম ব্যাচে মাত্র ৫০ হাজার ডোজ ভ্যাকসিন আসবে। তবে এর মধ্য দিয়েই ভ্যাকসিন কার্যক্রম চালু হবে বলে আনন্দ প্রকাশ করেন তিনি।
তবে এ বছরই বিভিন্ন ভাগে ভ্যাকসিন পাঠানো অব্যাহত রাখবে সিনোভ্যাক। ফেব্রুয়ারির শেষ নাগাদ ৬৫ হাজার মানুষকে ভ্যাকসিন দেয়া হবে ফিলিপাইনে।
এছাড়া, জুন মাসের আগেই ফাইজারের ভ্যাকসিন পৌঁছাবে দেশটিতে। জুলাই থেকে প্রদান করার কথা রয়েছে এস্ট্রেজেনেকার ভ্যাকসিন। হ্যারি রক আশা প্রকাশ করে বলেন, চীন হয়ত কিছু ভ্যাকসিন বিনামূল্যে দেবে। আমরা শুধু আশাই করছি, বাকিটা দেখা যাক। কারণ, চীনের সঙ্গে আমাদের দারুণ স¤পর্ক রয়েছে।