spot_img

আইসোলেশনে জিদান

অবশ্যই পরুন

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান করোনা আক্রান্তের সরাসরি সংস্পর্শে আসায় আইসোলেশনে গেছেন। তাই সপ্তাহান্তে ওসাসুনার বিপক্ষে তার থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ইএসপিএন ফুটবল জানিয়েছে, জিদান বৃহস্পতিবার সকালের অনুশীলনে ছিলেন না। দিনের শেষ দিকে পিসিআর টেস্টে ফলাফল নেগেটিভ আসলেও দলের সঙ্গে যোগ দিতে পারবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

দলের সঙ্গে তিনি ভ্রমণ করতে পারবেন কি না, সে বিষয়ে লা লিগা থেকে আজ সিদ্ধান্ত আসার কথা।

জিদান শুক্রবার সকালে অনুশীলন গ্রাউন্ডে যান টেস্ট করাতে। পিসিআর টেস্টের পাশাপাশি অ্যান্টিজেন টেস্ট করা হয় এই কিংবদন্তির। দুটোতেই ফলাফল নেগেটিভ এসেছে।

লা লিগার নিয়ম অনুযায়ী, দলের সঙ্গে যোগ দিতে হলে জিদানকে আরও একটি পিসিআর টেস্ট করাতে হবে।

নিয়মে আরও বলা আছে, আক্রান্ত ব্যক্তির সঙ্গে সংস্পর্শ যদি বেশি কাছাকাছি (সরাসরি) হয় তাহলে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে। অবশ্য সংস্পর্শে যাওয়ার ১০ দিন পর পিসিআর টেস্টে নেগেটিভ এলে আবারও দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ