spot_img

সিনেটের দখল নিয়ে জর্জিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে তা এখনো নিশ্চিত না হলেও দু’পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) এই গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফল হাতে এলেই জানা যাবে, সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে।

ডেমোক্র্যাট নাকি রিপাবলিকান, কারা শেষ হাসি হাসবে সেটাই এখন দেখার অপেক্ষা। এই ভোটে জেতার জন্য ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দু’দলই মুখিয়ে আছে। রিপাবলিকান প্রার্থী কেলি লফলার ও ডেভিড পের্ডু এবং ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ার্নক ও জন অসফের মধ্যে তীব্র লড়াই চলছে।

কংগ্রেসের পুরো নিয়ন্ত্রণ পেতে দু’টি আসনেই জো বাইডেনের ডেমোক্র্যাট দলের জয় নিশ্চিত করতে হবে। কোনো কারণে ভোটে রিপাবলিকানরা জিতে গেলে পরবর্তী সময়ে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে।

অপর দিকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলকে একটি আসনে জয়ী হতে হবে। এই চার প্রার্থীর কেউই নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। এখন পর্যন্ত জর্জিয়ার ১৫৯ কাউন্টির মোট ৯২ শতাংশ ভোট গণনা শেষে হয়েছে।

জর্জিয়ায় ইতোমধ্যেই ৩০ লাখের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। ওই অঙ্গরাজ্যের নিবন্ধিত ভোটারের মধ্যে ৪০ শতাংশই আগাম ভোটে অংশ নিয়েছেন। চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনেও আগাম ভোটের সুফল পেয়েছেন জো বাইডেন। বেশিরভাগ আগাম ভোটে তার প্রতিই সমর্থন ছিল।

ভোটের আগে গত সোমবার (৪ জানুয়ারি) আটলান্টায় এক সমাবেশে অংশ নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন জর্জিয়ার বাসিন্দাদের উদ্দেশ্য করে বলেছিলেন, পুরো দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। আগামী প্রশাসনের জন্য সিনেটের নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ বলে জোর দিয়েছেন তিনি। অপর দিকে জর্জিয়ায় রিপাবলিকানদের জয়ের স্বপ্ন দেখছেন ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ