spot_img

ইরানের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার হুঙ্কার

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনার কেন্দ্র বিশ্বের অন্যতম হরমুজ প্রণালী। পারস্য উপসাগরের এই বিখ্যাত তেল বাণিজ্যিক জলপথে এবার এসেছে কোরিয়ানরা। তাদের দাবি, ইরানের হাতে আটক জাহাজকে ছাড়তেই হবে।

বিবিসি জানাচ্ছে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর, পারস্য উপসাগর অঞ্চলে হরমুজ প্রণালীর কাছে একটি ডেস্ট্রয়ার পাঠানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং কায়ুং ওয়া জানিয়েছেন, জটিলতা কাটাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আলোচনার জন্য ইরানে প্রতিনিধিদল পাঠানো হবে।

সর্বশেষ সংবাদ

সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া!

ইউক্রেন যুদ্ধে মস্কোর সমর্থনে সেনাবাহিনী মোতায়েনের বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে বলে সিউলের নিরাপত্তা উপদেষ্টা দাবি করেছেন। যুক্তরাষ্ট্র এবং...

এই বিভাগের অন্যান্য সংবাদ