spot_img

আজারবাইজানের প্রেসিডেন্টকে পুরস্কৃত করল তুরস্ক

অবশ্যই পরুন

নাগর্নো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়ার বিরুদ্ধে বিজয় অর্জন করায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে ‘বিশ্ব পুনরুত্থান’ পুরস্কার দিয়ে সম্মানিত করেছে তুরস্ক।

রবিবার (৩ জানুয়ারি) একটি তুর্কি ফাউন্ডেশন থেকে এ পুরস্কারটি ঘোষণা করা হয়েছে।

এক বিবৃতিতে তুর্কি বিশ্ব লেখক ও শিল্পী ফাউন্ডেশনের (তুরস্কএসভি) প্রধান ইয়াহিয়া আকেনগিন বলেন, তুরস্কের ‘বিশ্ব পুনরুত্থান আন্দোলন পুরস্কার’ ১৯৯৯ সালের ১৯ মে সাবেক প্রেসিডেন্ট গাজী মোস্তফা কামাল আতাতুর্ক প্রচলন করেছিলেন। আনাতোলিয়ান মালভূমি থেকে শুরু হওয়া এ সম্মাননা মধ্য এশীয় স্টেপস এবং ককেশাস উপত্যকায় অব্যাহত রয়েছে।

প্রায় তিন দশক আগে অঞ্চলটি দখল করে নেয়া ইয়েরেভেনের (আর্মেনিয়ার রাজধানী) বিরুদ্ধে বাকুর সাফল্য সম্পর্কে তিনি বলেন, এটি সাম্রাজ্যবাদী মানসিকতার বিরুদ্ধে পুরো তুর্কি বিশ্বের সাফল্য।

মহামারি করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অনুষ্ঠান আয়োজন করার মধ্য দিয়ে আলিয়েভকে পুরস্কারটি প্রদান করা হবে, যোগ করেন তুরস্কএসভি প্রধান।

১৯১৯ সালের ১৯ মে তুরস্কের ইতিহাসের একটি মাইলফলক। সেদিন দেশের প্রতিষ্ঠাতা আতাতুর্ক কৃষ্ণ সাগর শহর সামসুন থেকে স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন। এর চারবছর পর দেশটিকে তিনি আধুনিক তুরস্কে রূপান্তরিত করেছিলেন। 

সূত্র : ডেইলি সাবাহ

সর্বশেষ সংবাদ

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

বিতর্কিত 'সাইবার নিরাপত্তা আইন' বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ