spot_img

ট্রাম্পের জয়ে পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না: ইরান

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেই হোন না কেন, পররাষ্ট্রনীতিতে উল্লেখযোগ্য কোনো পার্থক্য হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান।

বুধবার (৬ নভেম্বর) তুর্কি বার্তাসংস্থা আনাদোলু ইরানের এক সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানায়।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, ইরানের পররাষ্ট্রনীতি আগের মতোই থাকবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই এবং এর ফলে আমাদের সাধারণ নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আমাদের জন্য তেমন তাৎপর্যপূর্ণ নয়। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, তা আমাদের বিবেচ্য নয়।

উল্লেখ্য, ট্রাম্প ইরানের প্রতি তার কঠোর অবস্থানের জন্য পরিচিত। বিশেষ করে, তার প্রশাসন ২০১৮ সালে একতরফাভাবে ইরানের সঙ্গে হওয়া পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে।

সর্বশেষ সংবাদ

অ্যাটলেটিকো মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপে অভিষেক পিএসজির

অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখলো বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি। রোববার (১৫ জুন) ক্যালিফোর্নিয়ার...

এই বিভাগের অন্যান্য সংবাদ