spot_img

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা

অবশ্যই পরুন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শফিকুল ইসলাম (৩৮) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নিহত শফিকুল বড় বলদিয়া গ্রামের মাঝেরপাড়ার মৃত শুকুর আলীর ছেলে।

শুক্রবার (১ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার দর্শনা এলাকার বড় বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, একই গ্রামের কালামের পরিবারের সঙ্গে শফিকুলের পরিবারের সদস্যদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার রাতে কালাম ও শফিকুলের পরিবারের সদস্যদের মধ্যে ফের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শফিকুল ও তার ভাই বিল্লালকে বাঁশ ও কাঠ দিয়ে পেটান প্রতিপক্ষ। এতে শফিকুল গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ‘মূলত জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদের মধ্যে তাজেরা বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।’

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ