দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পাকিস্তানের দ্য নিউজ অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এনএবির আবেদনের পরিপ্রেক্ষিতে লাহোরের জবাবদিহি আদালত গতকাল বৃহস্পতিবার পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা আসিফের ১৪ দিন রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনের শুনানিতে এনএবির কৌঁসুলি আদালতকে জানান, আসিফের বিরুদ্ধে ২০১০ সালের ২৩ জুন তদন্ত শুরু করে ব্যুরো। তবে আসিফ বলেন, এনএবির এই তথ্য ঠিক নয়। তিনি ২০১৮ সালে প্রথম এনএবিতে হাজির হন। আসিফ দাবি করেন, তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ খুঁজে পায়নি এনএবি। এনএবি বলেছে, আসিফের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি তাঁর সম্পদ ও তার উৎস গোপন করেছেন। তাঁর আয়ের সঙ্গে ২২১ মিলিয়ন রুপির সম্পদের মিল নেই।
শুনানি নিয়ে আসিফের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন জবাবদিহি আদালত। রিমান্ড শেষে ১৩ জানুয়ারি আসিফকে আদালতে হাজির করতে এনএবিকে নির্দেশ দেওয়া হয়েছে। লাহোরের এনএবি কার্যালয়ে আসিফ তাঁর স্ত্রী ও আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন বলে অনুমতি দিয়েছেন আদালত।
দুর্নীতির মামলায় গত মঙ্গলবার রাতে ইসলামাবাদ থেকে আসিফকে গ্রেপ্তার করেন এনএবির লাহোর কার্যালয়ের কর্মকর্তারা। জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয় বলে জানায় এনএবি। আসিফকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে পিএমএল-এন।
পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ বলেছেন, সরকারের অবস্থা যে নড়বড়ে, তা এই গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। নওয়াজ শরিফের মেয়ে ও পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের অভিযোগ, তাঁর বাবার বিরুদ্ধে যেতে আসিফকে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি তা করতে রাজি না হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।