spot_img

পাকিস্তান বিমানবাহিনীতে যুক্ত হলো নিজেদের তৈরি থানডার যুদ্ধবিমান

অবশ্যই পরুন

নিজেদের তৈরি চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান জেএফ-১৭ থানডার ব্লক-৩ প্রদর্শন করেছে পাকিস্তান। দূরবর্তী উচ্চ রাডার প্রযুক্তি ও ফায়ারিং ক্ষমতা সম্পন্ন ১৪টি যুদ্ধবিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে দেশটির বিমানবাহিনীর হাতে হস্তান্তর করে।

পাকিস্তানের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান বলেন, জাতীয় বহরে দেশের ইতিহাসে এটি গুরুত্বর্পূণ মাইলফলক।

তিনি বলেন, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ সালে ভারতীয় বিমান বাহিনী যখন আঞ্চলিক ভূখণ্ড লঙ্ঘন করে, সেসময় জেএফ-১৭ থানডার যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে তার সক্ষমতার প্রমাণ দিয়েছে।

এ সময় বিমানবাহিনী প্রধান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উৎপাদন ও চীনা বিমান শিল্পের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞা প্রকাশ করেন। জেএফ-১৭বি ও ব্লক-থ্রি উৎপাদনকে গুরুত্বপূর্ণ অর্জন উল্লেখ করে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় এটি ভূরাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ