spot_img

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে আবারও যুক্তরাষ্ট্রের ভেটো

অবশ্যই পরুন

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত আরও একটি বিলে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ভোটাভুটি হয় প্রস্তাবটির ওপর। এতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের স্থায়ী ৪ দেশ ও অস্থায়ী ১০ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে বিলটি তুলেছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্যদেশ। অবিলম্বে ও নিঃশর্তে যুদ্ধবিরতি এবং গাজায় সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি করা হয় প্রস্তাবে।

যুক্তরাষ্ট্রের দাবি , যুদ্ধবিরতির বিনিময়ে এখনই জিম্মি মুক্তির কথা বলা হয়নি বিলে। গত বছর ৭ অক্টোবরের পর এ নিয়ে নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ওঠা চারটি প্রস্তাবে ভেটো দিলো মার্কিন প্রশাসন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯৮৫ জনে পৌঁছেছে। এছাড়াও এই হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ৪ হাজার ৯২।

সর্বশেষ সংবাদ

সিরিয়ার বাফার জোন ‘দখলের’ নির্দেশ নেতানিয়াহুর

সিরিয়া সীমান্তে বাফার জোন দখল করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার...

এই বিভাগের অন্যান্য সংবাদ