spot_img

ভুটানকে ১২ গোলে উড়িয়ে সাফে দারুণ শুরু বাংলাদেশের

অবশ্যই পরুন

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভূটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলার মেয়েরা। এর মধ্য দিয়ে উড়ন্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি। ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়েছে মুঙ্কি আক্তার, তৃষ্ণা রানী সরকার ও আলপি আক্তার।

শনিবার (৩১ জানুয়ারি) নেপালের পোখরা রঙ্গশালায় অনুষ্ঠিত আসরের প্রথম ম্যাচে শুরু থেকেই দাপটের সাথে খেলতে থাকে বাঘিনীরা। কিন্তু গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ২৮ মিনিট। ম্যাচের প্রথম গোল করেন মামনি চাকমা। তারপর একে একে ডজন পুরো করে বাংলাদেশ।

প্রথমার্ধে প্রতিপক্ষকে ৪টি গোল দেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আক্রমণের হার আরও বাড়িয়ে ৮টি গোল করে ৫ বারের চ্যাম্পিয়নরা।

ম্যাচে সর্বোচ্চ ৪টি গোল করেছেন মুঙ্কি আক্তার। আর তৃষ্ণা রানী সরকার ও আলপি আক্তার ৩টি করে গোল পেয়ছেন। এছাড়া, একটি করে গোল করেছেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস ও মামনি চাকমা। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তৃষ্ণা রানী সরকার।

টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনের পর্যাপ্ত সময় না পেলেও আসরের প্রথম ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিলো পিটার জেমস বাটলারের শিষ্যরা।

সর্বশেষ সংবাদ

মাঠে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বিসিবির নতুন নির্দেশনা

নিরাপত্তা শঙ্কা বিবেচনায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশের ক্ষেত্রে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ