spot_img

ভোটের জন্য কর্মীদের বাড়ি বাড়ি যেতে হবে: তারেক রহমান

অবশ্যই পরুন

ভোটের জন্য কর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘বগুড়ার সাতটি আসনেই আমাদের কর্মীদের বাড়ি বাড়ি যেতে হবে। শুধু ভোট চাইলেই হবে না, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে।’

শনিবার বেলা সোয়া ১১টার দিকে বগুড়া নাজ গার্ডেন হলরুমে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আমি ও আপনারা আগে ম্যাডামের জন্য কাজ করেছি। এখন আমি দাঁড়িয়েছি। আপনারা কাজ করবেন।’

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভিপি সাইফুল ইসলাম, হেলালুজ্জামান তালুকদার লালু, জয়নাল আবেদীন চাঁন, রেজাউল করিম বাদশা, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, আলী আসগর তালুকদার হেনা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির সাবেক চেয়ারপারসন মরুহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া-প্রার্থনা করা হয়।

এরপরে তিনি সিরাজগঞ্জের উদ্দেশে ১২টা ৪০ মিনিটে রওনা হন। এ সময় বনানী, বনানী বাইপাস ও শাজাহানপুর দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের পথসভার প্রস্তুতি নিয়ে রাস্তার উভয় পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপরে তিনি জেলার শেরপুরের ধুনট মোড়ে পথসভায় ভাষণ দেবেন।

সর্বশেষ সংবাদ

যৌন কেলেঙ্কারি: এপস্টেইন মামলার নথিতে ট্রাম্প–মাস্ক–গেটসের নাম

মার্কিন বিচার বিভাগ জেফরি এপস্টেইন সম্পর্কিত প্রায় ত্রিশ লাখ নতুন নথি প্রকাশ করেছে। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে প্রয়াত...

এই বিভাগের অন্যান্য সংবাদ