spot_img

বিশ্বকাপের দল ঘোষণা আরব আমিরাতের

অবশ্যই পরুন

আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আয়ারল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক ব্যর্থতার জেরে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটার রাহুল চোপড়া ও অলরাউন্ডার বাসিল হামিদ। তাদের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন ২১ বছর বয়সী অলরাউন্ডার ধ্রুব পারাশার ও ওপেনার মায়াঙ্ক কুমার।

অভিজ্ঞ ওপেনার মুহাম্মদ ওয়াসিমের নেতৃত্বাধীন এই দলে বড় ধরনের পরিবর্তনের ছাপ স্পষ্ট। গত বিশ্বকাপের সদস্য ছিলেন এমন মাত্র ৩ জন ক্রিকেটার—ওয়াসিম, আলিশান শারাফু ও জুনায়েদ সিদ্দিকি বর্তমান স্কোয়াডে ঠাঁই পেয়েছেন। অভিজ্ঞতার ঘাটতি থাকলেও ধ্রুব পারাশারের মতো তরুণ প্রতিভাদের ওপর আস্থা রাখছে আমিরাত ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে থাকা সংযুক্ত আরব আমিরাতকে লড়তে হবে আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কানাডার বিপক্ষে। ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। এর আগে চেন্নাইয়ে নেপাল ও ইতালির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মধ্যপ্রাচ্যের দেশটি।

সংযুক্ত আরব আমিরাত স্কোয়াড:
মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আরিয়ানশ শর্মা, ধ্রুব পারাশর, হায়দার আলী, হার্শিত কৌশিক, জুনাইদ সিদ্দিকী, মায়াঙ্ক কুমার, মুহাম্মদ আরফান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদউল্লাহ, মুহাম্মদ জোহাইব, রোহিদ খান, সোহাইব খান ও সিমরানজিত সিং।

সর্বশেষ সংবাদ

কঙ্গোতে খনি ধসে লাশের মিছিল, নিহত ২ শতাধিক

কঙ্গোর রুবায়া কোলটান খনিতে ধসের ঘটনায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দেশটির নর্থ কিভু প্রদেশে বিদ্রোহীদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ