spot_img

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এক বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এই প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) এবং পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রক্রিয়াটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এইচএইচএসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রাম্প প্রশাসনের মতে ডব্লিউএইচও তার মূল লক্ষ্য থেকে সরে গেছে। তাদের দাবি, সংস্থাটি প্রয়োজনীয় সংস্কার, জবাবদিহি ও স্বচ্ছতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ডব্লিউএইচওর ভূমিকা বিশেষভাবে সমালোচিত হয়েছে। সংস্থাটি কোভিড-১৯ পরিস্থিতিকে বৈশ্বিক স্বাস্থ্যগত জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করতে বিলম্ব করেছে।

এ ছাড়া ডব্লিউএইচও বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী পদক্ষেপ নিয়েছে বলেও অভিযোগ করা হয়।

ট্রাম্প প্রশাসনের দাবি, চীন ও অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র ডব্লিউএইচওতে তুলনামূলকভাবে বেশি অর্থ অনুদান দিয়ে এসেছে। পাশাপাশি, ডব্লিউএইচওর ইতিহাসে কখনো কোনো মার্কিন নাগরিক সংস্থাটির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেননি বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ

আগামী সপ্তাহে খুলে দেয়া হবে রাফাহ সীমান্ত

ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে প্রায় পুরোপুরি বন্ধ হয়ে পড়েছিল গাজার একমাত্র বাইরের দুনিয়ার সঙ্গে সংযোগ—রাফাহ সীমান্ত ক্রসিং। অবশেষে সেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ