spot_img

বড় জয়ে সুপার সিক্সে বাংলাদেশ

অবশ্যই পরুন

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশের জয়রথ চলছেই। একের পর এক জয় তুলে নিচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। এবার তৃতীয় ম্যাচে নামিবিয়াকে ৮০ রানে উড়িয়ে দিয়ে বাছাইপর্বের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। সুপার সিক্সের শীর্ষ চারে থাকলে জুনে ইংল্যান্ড অনুষ্ঠেয় আসরে জায়গা করে নেবে বাংলাদেশ।

নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ। জবাবে ১৭.৫ ওভারে ৬৪ রানে গুটিয়ে যায় নামিবিয়া।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে জুয়াইরিয়া ফেরদৌস আউট হলেও দ্বিতীয় উইকেটে দিলারা আক্তার ও শারমিন আক্তারে সুপ্তা দ্বিতীয় উইকেট জুটিতে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর চতুর্থ উইকেটে আরেকটি বড় জুটি গড়েন সোবহানা মোস্তারি ও জ্যোতি। ৪৬ রানের জুটি ভাঙে মোস্তারির (২৩ বলে ২৭) আউটে। জ্যোতি ফেরেন ২৯ বলে ২১ রানে। শেষদিকে স্বর্ণা আক্তার ১৮ বলে ২৩ রানের ইনিংস খেলে দলকে শক্ত পুঁজি এনে দেন।

রান তাড়ায় নেমে প্রথম তিন ওভারেই ২০ রান তুলে নেয় নামিবিয়া। চতুর্থ ওভারের প্রথম বলে রাবেয়া খান প্রথম উইকেট তুলে ফেললে ভাঙন ধরে দলটির ইনিংসে। এরপর ২ উইকেটে ৩১ রান থেকে নামিবিয়া পরিণত হয় ৮ উইকেটে ৩৩ রানে হারায় ৮ উইকেট। রাবেয়া ৪ ওভারে ৫ রানে নেন ৩ উইকেট। ফাহিমাও নিয়েছেন ৩ উইকেট। সানজিদা আক্তার ৪ ওভারে ১৪ রানে নেন ৪ উইকেট।

‘এ’ গ্রুপে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। আয়ারল্যান্ড ২ ম্যাচে ৪ এবং যুক্তরাষ্ট্র ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ জানুয়ারি।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভারে ১৪৪/৭ (সোবহানা ২৭, দিলারা ২৫, নিগার ২১; সাইমা ২/৩৪, সিলভিয়া ২/২১)

নামিবিয়া : ১৭.৫ ওভারে ৬৪ (ভিটমান ১৯, গোরাসিস ১২, মেঘলা ৪/১৪, ৩/৫)

ফল : বাংলাদেশ ৮০ রানে জয়ী

প্লেয়ার অব দ্য ম্যাচ : সানজিদা আক্তার মেঘলা

সর্বশেষ সংবাদ

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ১১ অধ্যাদেশ ও নীতি অনুমোদন

উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, নীতি ও আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ