spot_img

ওমরাহ করতে গিয়ে প্রাণ গেলো অভিনেত্রীর

অবশ্যই পরুন

সম্প্রতি ওমরাহ করতে গিয়ে সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকেই নিখোঁজ ছিলেন মালেশিয়ান অভিনেত্রী নাদিয়া কেসুমা। নিখোঁজের পরদিনই সকাল ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্বামী ড. মুহাম্মদ কামারুল কাবিলান আবদুল্লাহ। এছাড়া তার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী নরিনী আবদুল্লাহ সামাজিক মাধ্যমে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

সামাজিক মাধ্যমে নাদিয়ার মেয়ে জানান, তার মা ১৫ জানুয়ারি সকাল ৮টা ৫ মিনিটে মারা গেছেন। তিনি সবার কাছে তার মায়ের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।

নাদিয়া ‘শয়তান মুনাফিক’ এবং ‘কুদেতা’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন।

গত ১৪ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ওমরাহ পালনের উদ্দেশ্যেই তিনি মালয়েশিয়া থেকে জেদ্দায় পাড়ি জমিয়েছিলেন।

নাদিয়া কেসুমার আসল নাম নাদিয়াহ কাসুমাওয়াতি আব্দুল করিম। গত ১৪ জানুয়ারি একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরাহ হজযাত্রীর একটি দলের সঙ্গে সৌদি আরবে পৌঁছান।

তার মেয়ের দেওয়া তথ্য অনুযায়ী, জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর দিনই নাদিয়া হৃদরোগে আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সর্বশেষ সংবাদ

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ১১ অধ্যাদেশ ও নীতি অনুমোদন

উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, নীতি ও আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ