spot_img

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৬

অবশ্যই পরুন

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ৬ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ১০ হাজার পিস ইয়াবা, গাঁজা, হেরোইন, বিদেশি মদ, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং ও মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় এই অভিযান চালানো হয়।

প্রথম দফায় ৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯টি সিমকার্ড এবং ২টি বড় ধারালো সামুরাই ছুরি উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে, জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী।

সর্বশেষ সংবাদ

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ১১ অধ্যাদেশ ও নীতি অনুমোদন

উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, নীতি ও আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ