শহীদ ওসমান হাদির পরিবারকে মোট দুই কোটি টাকা দিচ্ছে সরকার। এরমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা দেয়া হয়েছে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য। সেই ফ্ল্যাট কেনার পর যে টাকা বাঁচবে তা অর্থ মন্ত্রণালয়কে ফেরত দেওয়া হবে।
আজ বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান, ওসমান হাদির পরিবারকে জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে এক কোটি টাকা দেওয়া হচ্ছে। সেটা তার পরিবারের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তার জন্য।
এদিকে, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সয়াবিন তেল এবং সার কেনার সিদ্ধান্ত হয়েছে। একইসাথে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের আওতায় পাঁচটি সড়ক নির্মাণের কাজের অনুমোদন দেয়া হয়েছে।
এদিকে, বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পে স্কেলের সুপারিশের প্রতিবেদন জমা দেবে পে কমিশন। ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সেই বৈঠকে গেছেন।

