spot_img

ভোট নিয়ে প্রবাসীদের নতুন যে নির্দেশনা দিল ইসি

অবশ্যই পরুন

আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক, তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

ইসি কর্মকর্তারা বলছেন, প্রবাসী ভোটারদের দেওয়া ভোট যেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যেই নির্বাচন কমিশন এই আহ্বান জানিয়েছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো না হলে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের নিকট তা পৌঁছানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে। তাই প্রবাসী ভোটারদের আগামী ২৫ জানুয়ারির মধ্যেই ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে ব্যালট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ১১ অধ্যাদেশ ও নীতি অনুমোদন

উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, নীতি ও আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ