spot_img

ভারতের চাপে আইসিসি অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানব না: আইন উপদেষ্টা

অবশ্যই পরুন

ভারতের চাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তা মানা হবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে নতিস্বীকার করে বাংলাদেশের ওপর অযৌক্তিক কোনো শর্ত আরোপের চেষ্টা করে, তবে বাংলাদেশ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ন্যায্যতা ও সমতার ভিত্তিতেই সিদ্ধান্ত হওয়া উচিত, কোনো একক দেশের প্রভাব খাটিয়ে নয়।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আইসিসি একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে এবং সদস্য দেশগুলোর সঙ্গে ন্যায্য আচরণ করবে।

সর্বশেষ সংবাদ

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ১১ অধ্যাদেশ ও নীতি অনুমোদন

উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, নীতি ও আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ