spot_img

ভয়াবহ দুর্ঘটনার কবলে অক্ষয়ের গাড়িবহর

অবশ্যই পরুন

বিদেশ সফর শেষে মুম্বাই ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েছেন বলিউড তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ে ফেরার পর জুহু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন শেষে বিদেশ থেকে ফিরে বিমানবন্দর থেকে জুহু এলাকার বাসভবনের দিকে যাচ্ছিলেন অক্ষয়-টুইঙ্কেল। এ সময় জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে একটি নিয়ন্ত্রণহীন মার্সিডিজ গাড়ি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে অক্ষয় কুমারের নিরাপত্তারক্ষীদের এসকর্ট গাড়ির ওপর, যা পরে অভিনেতার বিলাসবহুল গাড়িতে গিয়ে আঘাত করে। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং অটোরিকশাটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই গাড়ি থেকে নেমে আসেন অক্ষয় কুমার। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি ও তার নিরাপত্তাকর্মীরা দ্রুত এগিয়ে গিয়ে অটোরিকশার চালক ও এক যাত্রীকে উদ্ধার করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। অটোরিকশার চালক ও যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে স্থিতিশীল রয়েছেন।

আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতেও সক্রিয় ভূমিকা নেন অক্ষয় কুমার। ঘটনার সময় মহারাষ্ট্র দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক বিশ্বাস নাংরে পাটিল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও জানা গেছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

উল্লেখ্য, ২০০১ সালে অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার বিয়ে হয়। চলতি বছর তাদের দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিদেশে সময় কাটাচ্ছিলেন এই তারকা দম্পতি। কয়েকদিন আগেই সেই আনন্দঘন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন তারা।

সর্বশেষ সংবাদ

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী...

এই বিভাগের অন্যান্য সংবাদ