spot_img

দুর্নীতি কমানো বিভিন্ন কারণে সম্ভব হচ্ছে না: আশিক চৌধুরী

অবশ্যই পরুন

দুর্নীতি কমানো ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে চাইলেও বিভিন্ন কারণে সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ—বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ৭টি সিটি করপোরেশন ও ৪টি ব্যাংক চুক্তি সই করে।

বিনিয়োগকারীদের দ্রুত সেবা দিতে বিডার ওএসএস কাজ করলেও কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার অভিযোগ স্বীকার করে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, এখনো বিনিয়োগকারীদের সিমলেস সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি।

তবে এসব সেবার বাস্তব ব্যবহার নিশ্চিত করতে সচেতনতা ও নিয়মিত মনিটরিংয়ের ঘাটতি রয়েছে বলেও স্বীকার করেন বিডা চেয়ারম্যান। তিনি বলেন, শুধু সক্ষমতা বাড়ালেই হবে না—সব পক্ষকে এই সেবা ব্যবহারে আরও সচেতন হতে হবে।

সর্বশেষ সংবাদ

নেপালকে উড়িয়ে তালিকার শীর্ষে বাংলাদেশ

সাফ উইমেন'স ফুটসাল চ্যাম্পিয়নশিপে ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে সোমবার (১৯ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দাপুটে...

এই বিভাগের অন্যান্য সংবাদ