নেত্রকোণা জেলার মদন উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ মো. ফারুক আহমেদ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।
এসময় ওই মাদক কারবারির কাছ থেকে মাদক বেচাকেনার নগদ ছয় লাখ একান্ন হাজার একশ টাকা জব্দ করা হয়।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মদন থানার অফিসার ইনচার্জ মো. হাসনাত জামান এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন।
গ্রেপ্তার মো. ফারুক আহমেদ মদন উপজেলার কাইটাল ইউনিয়নের বাসরী দুর্গাশ্রম গ্রামের মৃত সাদব আলীর পুত্র।
হাসনাত জামান জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তার তত্ত্বাবধানে থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল ও সঙ্গীয় ফোর্স ফারুক আহমেদকে একশ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং মাদক বেচাকেনার নগদ ৬ লাখ ৫১ হাজার ১০০ টাকাসহ গ্রেপ্তার করে।
হাসনাত জামান বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের শেষে আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

