সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুইটি পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
জানা গেছে, আজ দুপুরে সাভার পৌর এলাকায় থানা রোড মহল্লার পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে মরদেহ দুটির সন্ধান পায় পুলিশ। পুলিশের ধারণা, মরদেহ দুটি নারী ও ছেলে শিশুর হতে পারে।
এর আগে, গত বছরের ২৯ আগস্ট একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে, তার পরিচয় নিশ্চিত করা যায়নি। এরপর ১১ অক্টোবর আবারও একই স্থান থেকে অজ্ঞাত নারীর মরদেহ।

