spot_img

অস্থিরতার পেছনে ছিলো আমেরিকান ষড়যন্ত্র, দেশটির লক্ষ্য হলো ইরানকে গ্রাস করা: খামেনি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানে সাম্প্রতিক অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি। শনিবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।

ইরানে সাম্প্রতিক অস্থিরতা নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ভাষায় অভিযোগ তুলেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

শনিবার (১৭ জানুয়ারি) এক বক্তব্যে খামেনি বলেন, ‘ইরানি জনগণের ওপর যে হতাহত, ক্ষয়ক্ষতি ও অপবাদ চাপানো হয়েছে, তার জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একজন অপরাধী হিসেবে দেখি।’

খামেনির দাবি করেন, ‘এই অস্থিরতা ছিল একটি আমেরিকান ষড়যন্ত্র। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানকে গ্রাস করা।’

তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প নিজেই এই অস্থিরতায় হস্তক্ষেপ করেছেন, বিক্ষোভকারীদের উৎসাহ দিয়েছেন এবং সামরিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন।

খামেনির দাবি, এসব ঘটনার পেছনে পরিকল্পনাকারী ছিল যুক্তরাষ্ট্র এবং তাদের উদ্দেশ্য ছিল ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা।

সর্বশেষ সংবাদ

শেষ ওভারে রোমাঞ্চকর জয় রাজশাহীর

রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। হাতে ছিল ৩ উইকেট। আরাফাত সানির করা ওভারের প্রথম...

এই বিভাগের অন্যান্য সংবাদ