spot_img

মানের গোলে সালাহদের হারিয়ে আফকনের ফাইনালে সেনেগাল

অবশ্যই পরুন

সাদিও মানের জাদুকরী নৈপুণ্যে মিশরকে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশন্সের (আফকন) ফাইনালে পৌঁছেছে সেনেগাল। হাইভোল্টেজ এই সেমিফাইনালে মানের করা একমাত্র গোলটিই ব্যবধান গড়ে দেয়, যা সেনেগালকে পৌঁছে দেয় শিরোপার চূড়ান্ত লড়াইয়ে।

এতে আফকনের চার আসরের মধ্যে তৃতীয়বার ফাইনাল নিশ্চিত করলো ২০২১ সালে নিজেদের একমাত্র শিরোপা জেতা দলটি।

বুধবার (১৪ জানুয়ারি) মরক্কোয় চলমান আসরের প্রথম সেমিফাইনালে জিতেছে ১-০ গোলে সেনেগাল।

গোলশূন্য প্রথমার্ধের পর ৭৮তম মিনিটে আসে সেনেগালের কাঙ্ক্ষিত গোলের মুহূর্ত। দলটির লামিনে কামারার শট বক্সের বাইরে মিশরের এক ডিফেন্ডার আটকে দেওয়ার পর বল পেয়ে যান মানে। প্রায় ২০ গজ দূর থেকে জোরালো নিচু শটে বল খুঁজে নেয় জালের ঠিকানা।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বক্সের বাইরে থেকে মার্মাউশের শট ঠেকিয়ে সেনেগালের জয় নিশ্চিত করেন গোলরক্ষক মেন্ডি।

দ্বিতীয় সেমিফাইনাল-

একইদিন দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে বুনোর দারুণ দুটি সেভের ওপর ভর করে শক্তিশালী নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে মরক্কো। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টি শ্যুটআউটে ৪-২ ব্যবধানে জয় পেয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ফাইনালে জায়গা করে নিয়েছে উত্তর আফ্রিকার দলটি।

সব ঠিক থাকলে আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবে মানেরা। প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক মরক্কো ও নাইজেরিয়ার মধ্যে জয়ী দল।

সর্বশেষ সংবাদ

শিবচরে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

মাদারীপুরের শিবচর উপজেলায় নিজ ঘরে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত...

এই বিভাগের অন্যান্য সংবাদ