spot_img

আইসিসির অনুরোধেও অনড় বিসিবি, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ

অবশ্যই পরুন

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। তবে কোন সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়েছে এই সভা। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। অন্যদিকে সূচি ঘোষণা হওয়ায় বিসিবিকে অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে আইসিসি।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নিয়েছেন।

আইসিসির সঙ্গে আলোচনায় বিসিবি নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে ভ্রমণ না করার বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে। পাশাপাশি পুনরায় আইসিসিকে নিজেদের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তর করার বিষয়টি বিবেচনার অনুরোধও জানিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষণা করায় বিসিবিকে অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে। তবে বাংলাদেশ তাদের অবস্থান অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে এখনও অনড় বিসিবি।

এর আগে, গতকাল রোববার (১২ জানুয়ারি) ভারতে খেলতে গেলে বাংলাদেশ কী ধরনের নিরাপত্তা শঙ্কায় পড়তে পারে, তা উল্লেখ করে বিসিবিকে চিঠি দিয়েছিল আইসিসির নিরাপত্তা বিভাগ। পরে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তাশঙ্কা বাড়তে পারে বলে আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

যার একটি, বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে।

ক্রীড়া উপদেষ্টার মতে, আইসিসির নিরাপত্তা দলের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করে, ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনও রকম পরিস্থিতি নেই।

সর্বশেষ সংবাদ

মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৮ ফেব্রুয়ারি

শতাধিক গুম-খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ