spot_img

সৌদির উদ্যোগকে সমর্থন জানালো যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজনৈতিক শক্তিগুলোকে একত্রিত করতে সৌদি আরবের উদ্যোগে আয়োজিত সম্মেলনের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল-আরাবিয়ার

ইয়েমেনে নিযুক্ত মার্কিন বিশেষ দূত স্টিভেন ফাগিন প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আবদুল রহমান আল-মাহরামির (আবু জারা) সঙ্গে বৈঠক করেন। রোববার ইয়েমেনে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের এক্স (সাবেক টুইটার) পোস্টে জানানো হয়, বৈঠকে ফাগিন ইয়েমেনে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং সৌদি আরবের আয়োজনে একটি রাজনৈতিকভাবে অন্তর্ভুক্তিমূলক দক্ষিণাঞ্চলীয় সংলাপের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

এর আগে, শুক্রবার সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বলেন, ইয়েমেনের দক্ষিণাঞ্চলের ইস্যু এখন একটি বাস্তব ও কার্যকর পথ পেয়েছে। সৌদি আরবের পৃষ্ঠপোষকতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে আসন্ন রিয়াদ সম্মেলনের মাধ্যমেই এই অগ্রগতি সম্ভব হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

দক্ষিণ ইয়েমেনের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) বিলুপ্তির পর এই সম্মেলন আয়োজন করা হচ্ছে বলে জানান সৌদি প্রতিরক্ষামন্ত্রী।

প্রিন্স খালিদ বলেন, এই সম্মেলনের লক্ষ্য হলো দক্ষিণাঞ্চলের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতাকে একত্রিত করে এমন একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি তৈরি করা, যা ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করবে এবং তাদের আকাঙ্ক্ষা ও ইচ্ছার প্রতিফলন ঘটাবে।

তিনি আরও জানান, সৌদি আরব দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে একটি প্রস্তুতি কমিটি গঠন করবে, যা সম্মেলনের আয়োজন করবে। দক্ষিণ ইয়েমেনের সব গভর্নরেটের প্রতিনিধিরা কোনো ধরনের বাদ বা বৈষম্য ছাড়াই এতে অংশ নেবেন।

সৌদি আরব এই সম্মেলনের ফলাফলকে ইয়েমেনে একটি সর্বাত্মক রাজনৈতিক সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে সমর্থন দেবে বলেও জানান প্রিন্স খালিদ।

সর্বশেষ সংবাদ

ঢাকাকে পাত্তাই দিলো না নোয়াখালী

নোয়াখালী এক্সপ্রেস টানা ছয় ম্যাচে হারের পর জয়ের দেখা পেয়েছিল। জয়ের ধারাটা অব্যাহতই রাখল নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে...

এই বিভাগের অন্যান্য সংবাদ