spot_img

দুই শক্তিশালী দেশের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, সূচি প্রকাশ

অবশ্যই পরুন

ফুটবল বিশ্বকাপের আসর শুরু হচ্ছে আগামী ১১ জুন। চলবে ১৯ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে ৪৮ দল নিয়ে এ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতি হিসেবে আগামী মার্চে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ‘রোড টু ২৬’ সিরিজের এই ম্যাচগুলোর দিন–তারিখ ঘোষণা করেছে সংশ্লিষ্ট দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো। ফিফা আন্তর্জাতিক বিরতির সময়ে যুক্তরাষ্ট্রের বোস্টন, ফ্লোরিডার অরল্যান্ডো এবং ওয়াশিংটন ডিসি অঞ্চলে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ ম্যাসাচুসেটসের ফক্সবরোয় জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। পরদিন ক্রোয়েশিয়া মুখোমুখি হবে কলম্বিয়ার, ভোর ৫টা ৩০ মিনিটে অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে।

এরপর ২৯ মার্চ ল্যান্ডোভার মেরিল্যান্ডের নর্থওয়েস্ট স্টেডিয়ামে মুখোমুখি হবে কলম্বিয়া ও ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। আর অরল্যান্ডোতে ব্রাজিল–ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে শেষ হবে এই সিরিজ। মাচটি হবে ১ এপ্রিল ভোর ছয়টা।

সর্বশেষ সংবাদ

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (১১ জানুয়ারি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ