spot_img

দীর্ঘ ২২ বছর পর আফ্রিকা কাপের সেমিফাইনালে উঠল মরক্কো

অবশ্যই পরুন

আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে ২২ বছর পর সেমিফাইনালে উঠেছে স্বাগতিক মরক্কো। শুক্রবার (১০ জানুয়ারি) রাবাতের প্রিন্স মৌলে আব্দেল্লা স্টেডিয়ামে ২৬ মিনিটে ব্রাহিম দিয়াজ ও ৭৪ মিনিটে ইসমাইল সাইবারির গোলে জয় পায় তারা।

এই আসরে পাঁচ ম্যাচে পাঁচ গোল করে মরক্কোর ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন দিয়াজ। ম্যাচ শেষে কোচ ওয়ালিদ রেগ্রাগুই বলেন, এক ম্যাচ করে এগোতে চান তারা।

আজ আলজেরিয়া–নাইজেরিয়া ম্যাচের বিজয়ীর বিপক্ষে বুধবার সেমিফাইনাল খেলবে মরক্কো।

অন্য কোয়ার্টার ফাইনালে সেনেগাল ১০ জনের মালিকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে। একমাত্র গোল করেন ইলিমান এনদিয়ায়ে। ২০২২ চ্যাম্পিয়ন সেনেগাল সেমিফাইনালে মুখোমুখি হবে আইভরি কোস্ট অথবা মিশরের।

সর্বশেষ সংবাদ

কঙ্গোতে খনি ধসে লাশের মিছিল, নিহত ২ শতাধিক

কঙ্গোর রুবায়া কোলটান খনিতে ধসের ঘটনায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দেশটির নর্থ কিভু প্রদেশে বিদ্রোহীদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ