spot_img

‘ভেনেজুয়েলার জনগণের ইচ্ছাকে অবশ্যই সম্মান করতে হবে’

অবশ্যই পরুন

বৈশ্বিক সংঘাত নিরসনে সামরিক শক্তি ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন নবনির্বাচিত পোপ লিও। শুক্রবার (০৯ জানুয়ারি) ভ্যাটিকানে ১৮৪টি দেশের রাষ্ট্রদূতদের উদ্দেশে দেওয়া তার বার্ষিক ‘বিশ্ব পরিস্থিতি’ ভাষণে তিনি বর্তমান সময়ের শক্তিনির্ভর কূটনীতি এবং ভেনেজুয়েলা সংকটের প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মার্কিন বংশোদ্ভূত পোপ লিও তার ৪৩ মিনিটের দীর্ঘ ভাষণে বলেন, “সংলাপ ও ঐকমত্যের কূটনীতির জায়গা দখল করছে পেশিশক্তি। যুদ্ধ এখন আবারও বিপজ্জনকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এবং জনমনে এক ধরনের যুদ্ধ উন্মাদনা ছড়িয়ে পড়ছে।” আন্তর্জাতিক সংস্থাগুলোর দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি একে বিশ্বশান্তির জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করেন।

গত সপ্তাহে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার পর পোপ লিও জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার জনগণের ইচ্ছাকে অবশ্যই সম্মান করতে হবে। তিনি দেশটির নাগরিকদের মানবিক ও নাগরিক অধিকার রক্ষার জন্য সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। যদিও তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্টের নাম উচ্চারণ করেননি, তবে তার ইঙ্গিত ছিল অত্যন্ত স্পষ্ট।

পূর্বসূরি পোপ ফ্রান্সিসের তুলনায় এবার অনেক বেশি কঠোর মেজাজে দেখা গেছে পোপ লিওকে। তিনি সতর্ক করে বলেন, পশ্চিমা বিশ্বে এক ধরনের “অরওয়েলীয় ভাষা” তৈরি হচ্ছে যা অন্তর্ভুক্তির নামে ভিন্নমতাবলম্বীদের বাদ দিচ্ছে। এর ফলে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে এবং খ্রিস্টানদের বিরুদ্ধে এক ধরনের সূক্ষ্ম ধর্মীয় বৈষম্য কাজ করছে।

ভাষণে সামরিক ও রাজনৈতিক প্রসঙ্গের পাশাপাশি পোপ লিও গর্ভপাত, ইউথেনেশিয়া (ইচ্ছামৃত্যু) এবং সারোগেসি প্রথারও কঠোর সমালোচনা করেন। পেরুতে দীর্ঘদিন মিশনারি হিসেবে কাজ করা সাবেক কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট (বর্তমানে পোপ লিও) তার প্রথম বড় ভাষণে বিশ্বনেতাদের নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।

সর্বশেষ সংবাদ

বিপিএল থেকে ছিটকে গেলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক

বিপিএলে চলতি আসরে ব্যাটে ধারাবাহিক ছিলেন অ্যাডাম রসিংটন। এপর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। মাঝপথে ইংলিশ ব্যাটারকে হারাল চট্টগ্রাম রয়্যালস।...

এই বিভাগের অন্যান্য সংবাদ