spot_img

আইসিসিকে বিস্তারিত জানাল বিসিবি

অবশ্যই পরুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে চিঠি দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারতে পাঠানোর নিরাপত্তাজনিত উদ্বেগগুলো বিস্তারিতভাবে জানিয়েছে।

এর আগে রোববার বিসিবি ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়। আইসিসি পরে বিসিবিকে উদ্বেগগুলো বিস্তারিতভাবে জানাতে বলেছিল। এখন তাদের জবাবের অপেক্ষায় রয়েছে বোর্ড। জবাবের ওপরই নির্ভর করবে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে কি না। টুর্নামেন্টটি ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতের সফরে না যাওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

আসিফ নজরুল বলেন, সরকার ‘জাতীয় সম্মান ও ক্রিকেটারদের নিরাপত্তা’ নিয়ে আপস করবে না এবং বাংলাদেশ দল শ্রীলঙ্কায় খেলবে। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনও এ মতের সঙ্গে একমত।

এদিকে সাবেক অধিনায়ক তামিম ইকবাল সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যৎ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত।’

তিনি আরও উল্লেখ করেন, দেশের ক্রিকেটের মোট আয়ের ৯০–৯৫ শতাংশ আসে আইসিসি থেকে, তাই যে সিদ্ধান্তই হোক, সেটি বাংলাদেশের জন্য সর্বোত্তম হওয়া উচিত।

সর্বশেষ সংবাদ

বিপিএল থেকে ছিটকে গেলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক

বিপিএলে চলতি আসরে ব্যাটে ধারাবাহিক ছিলেন অ্যাডাম রসিংটন। এপর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। মাঝপথে ইংলিশ ব্যাটারকে হারাল চট্টগ্রাম রয়্যালস।...

এই বিভাগের অন্যান্য সংবাদ