spot_img

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হারের ‘হেক্সা’

অবশ্যই পরুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়ে হারের বৃত্তে বন্দি হয়ে পড়েছে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে তারা। এই পরাজয়ের মাধ্যমে চলতি আসরে টানা ৬ ম্যাচে হার বা হারের ‘হেক্সা’ পূর্ণ হলো নোয়াখালীর।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে নোয়াখালী। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে অভিজ্ঞ সৌম্য সরকারের ব্যাট থেকে। আগের দুই ম্যাচে ব্যর্থ হলেও আজ ৪৩ বলে ৫৯ রানের এক লড়াকু ইনিংস খেলেন তিনি (৬টি চার ও ৩টি ছক্কা)। এছাড়া মোহাম্মদ নবী ২৬ বলে ৩৫ এবং ওপেনার দীপু ৩০ রান করেন। রাজশাহীর বোলার রিপন মন্ডল ২৭ রান দিয়ে ২ উইকেট নেন।

১৫২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে রাজশাহীকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে ৫ ওভারে ৪৭ রান তোলেন তারা। তামিম ২০ রান করে ফিরলেও মোহাম্মদ ওয়াসিম খেলেন বিধ্বংসী ইনিংস। মাত্র ৩৫ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৬০ রান করেন এই ডানহাতি ব্যাটার।

মাঝপথে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১) ও অভিজ্ঞ মুশফিকুর রহিম (১৯) দ্রুত বিদায় নিলেও দলকে বিপদে পড়তে দেননি রায়ান বার্ল। ১৯ বলে ১৯ রান করে অপরাজিত থেকে ৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন তিনি। তানজিম হাসান সাকিব ১ রানে অপরাজিত থাকেন।

টানা ষষ্ঠ হারে নোয়াখালী এক্সপ্রেস পয়েন্ট টেবিলের তলানিতেই পড়ে রইল। অন্যদিকে, এই জয়ে আসরে নিজেদের দাপট বজায় রাখল রাজশাহী ওয়ারিয়র্স।

নোয়াখালী এক্সপ্রেস: ১৫১/৫ (২০ ওভার); সৌম্য ৫৯, নবী ৩৫; রিপন ২/২৭।

রাজশাহী ওয়ারিয়র্স: ১৫২/৬ (১৯ ওভার); ওয়াসিম ৬০, তামিম ২০; সাকিব ১/২৯।

ফলাফল: রাজশাহী ৪ উইকেটে জয়ী।

সর্বশেষ সংবাদ

মার্সেইয়ের হৃদয় ভেঙে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

প্যারিস সেইন্ট জার্মেইকে থামাবে কে? একের পর এক ট্রফি জিতেই চলছে ফরাসি ক্লাবটি। গড়ছে রেকর্ডের পর রেকর্ড। ফ্রেঞ্চ সুপার...

এই বিভাগের অন্যান্য সংবাদ