spot_img

গোল উৎসব করে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

অবশ্যই পরুন

অ্যাথলেটিক বিলবাওয়ের জালে গোল উৎসব করে সুপার কাপের ফাইনালে পা রাখলো বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় বুধবার রাতে সেমিফাইনালে রাফিনিয়ার জোড়া গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।

বিলবাওয়ের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কাতালানরা। একের পর এক আক্রমণের ফলও পেয়ে যায় খুব তাড়াতাড়ি। গোল বন্যার শুরু হয় ম্যাচের ২১ মিনিটে তরেসের গোলে। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। স্কোরশিটে নাম লেখান লোপেস। এর চার মিনিট পরই ব্যবধান আরও বাড়িয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন বার্দগি। বিরতির আগে দুর্দান্ত গোলে স্কোরলাইন ৪-০ করেন রাফিনিয়া।

খেলা যখন ৪-০ গোলে এগিয়ে বার্সা তখন অ্যাথলেটিক দলের একমাত্র হাইলাইট ছিল পোস্টে লেগে যাওয়া একটি শট। দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে বার্সার আধিপত্য। ৫২ মিনিটে বক্সের ভেতর থেকে জোরাল শটে প্রতিপক্ষের জাল কাপান রাফিনিয়া। বাকি সময়ে দুই দলই সুযোগ-সুযোগ তৈরি করলেও জালের দেখা পায় কোন দলই। বড় জয়ে শিরোপার মঞ্চে নাম লেখায় ফ্লিকের দল।

সর্বশেষ সংবাদ

বহিরাগতদের প্রশিক্ষণে ইরানে দাঙ্গা চালাচ্ছে উসকানিদাতারা: পেজেশকিয়ান

বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিক্ষোভকে জনগণের বৈধ অধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল...

এই বিভাগের অন্যান্য সংবাদ