spot_img

প্রকাশ্যে প্রথম ছবি, সন্তানের যে নাম রাখলেন ক্যাটরিনা-ভিকি

অবশ্যই পরুন

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ছেলের নাম প্রকাশ করেছেন বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তারা নিজেদের জীবনের সবচেয়ে আনন্দময় খবরটি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। তারা পুত্রসন্তানের নাম রেখেছেন ভিহান কৌশল।

আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে সন্তানের মুখ দেখানো না হলেও, ছোট্ট হাতের ছবির সঙ্গে নামের ঘোষণা মুহূর্তে অনুরাগীদের মন ছুঁয়ে যায়। পোস্টের ক্যাপশনে ক্যাটরিনা ও ভিকি লিখেছেন, “Our ray of light”—অর্থাৎ আমাদের জীবনের আলো।

নামের অর্থ ভিহান হলো দিনের প্রথম আলো, নতুন সূর্যের রশ্মি। এটি আশাবাদ, ইতিবাচকতা এবং নতুন শুরুর প্রতীক হিসেবে গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ২০২৫-এর শেষের দিকে মা–বাবা হন এই তারকা দম্পতি। তবে শুরু থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে যথেষ্ট সংযত ছিলেন তারা। সন্তানের জন্মের খবর প্রকাশ্যে এলেও নাম বা কোনও ছবি এতদিন সামনে আনা হয়নি। অনুরাগীদের কৌতূহল ও অনুরোধের মধ্যেও নিজের মতো করে সময় নিয়েছেন ক্যাটরিনা ও ভিকি।

নাম ঘোষণার পোস্ট প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। বলিউডের সহকর্মী থেকে শুরু করে সাধারণ অনুরাগীরা ছোট্ট ভিহানকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন। অনেকেই কমেন্টে লিখেছেন, নামের মতোই সে যেন বাবা–মায়ের জীবনে আরও আলো নিয়ে আসে।

ক্যাটরিনা ও ভিকির সম্পর্ক সবসময়ই সকলের নজর কাড়ে। কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দেওয়া এবং ব্যক্তিগত মুহূর্ত আগলে রাখার ক্ষেত্রে তারা বরাবর নজির গড়েছেন। সন্তানের নাম ঘোষণার ক্ষেত্রেও সেই সংযম ও আবেগের মেলবন্ধন লক্ষ্য করা যায়।

নতুন অধ্যায়ে পা রেখে ভিকি–ক্যাটরিনার জীবন যে আরও পূর্ণতা পেয়েছে, তা ভিহান নামেই স্পষ্ট।

সর্বশেষ সংবাদ

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পর সৃষ্ট উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বজুড়ে তাঁর নেওয়া আগ্রাসী নীতিগুলো...

এই বিভাগের অন্যান্য সংবাদ