ইরানের সামরিক প্রধান বুধবার সতর্ক করে বলেছেন, সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন দেওয়ার পর ইরান বাহ্যিক শক্তির হুমকির মুখে বসে থাকবে না।
ফার্স নিউজ এজেন্সিতে জেনারেল আমির হাতামি বলেন, ‘ইরানের ইসলামী প্রজাতন্ত্র ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ বক্তৃতার বৃদ্ধি-প্রবণতাকে হুমকি হিসেবে বিবেচনা করে এবং এর ধারাবাহিকতা কোনো প্রতিক্রিয়া ছাড়াই সহ্য করবে না।’
সাম্প্রতিক দিনে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে বিক্ষোভকারীদের হত্যা করা হলে তিনি ইরানে হস্তক্ষেপ করবেন, অন্যদিকে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন।

