মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার এক সাক্ষাতের স্মৃতি তুলে ধরেছেন। ট্রাম্প জানান, ভারত পাঁচ বছর ধরে অ্যাপাচি হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে। এ ধরনের মোট ৬৮টি হেলিকপ্টারের অর্ডার দিয়েছিল নয়াদিল্লি।
সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি আমার কাছে এসে বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি?’ আমি বলেছিলাম, হ্যাঁ।’ হাউস রিপাবলিকান সদস্যদের এক রিট্রিটে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।
বক্তব্যে ট্রাম্প আরও জানান, রাশিয়া থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে মোদি তার ওপর খুব একটা খুশি নন। তবে দু’জনের সম্পর্ক ভালো বলেই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘আমাদের সম্পর্ক খুব ভালো। তবে তিনি আমার ওপর খুব খুশি নন, কারণ এখন তারা অনেক শুল্ক দিচ্ছে। রাশিয়া থেকে তেল কেনার বিষয়টি নিয়ে এই শুল্ক আরোপ করা হয়েছে। তবে তারা এখন সেই কেনাকাটা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।’
ট্রাম্পের প্রশাসন ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রাশিয়া থেকে তেল কেনার কারণে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক রয়েছে। তিনি জানান, ভারত রাশিয়া থেকে তেল কেনা কমাতে রাজি না হলে প্রয়োজনে এই শুল্ক আরও বাড়ানো হতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মোদি জানতেন আমি খুশি নই, আর আমাকে খুশি করাটা গুরুত্বপূর্ণ ছিল।’
ভারতের সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র খুব দ্রুতই শুল্ক বাড়াতে পারে। রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনার কারণে আগের বছর যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করে। তবে এত শুল্ক সত্ত্বেও গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’

