spot_img

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, ছড়িয়ে পড়ছে শৈত্যপ্রবাহ

অবশ্যই পরুন

প্রচণ্ড শীতে জবুথবু জনজীবন। শৈত্যপ্রবাহও অব্যাহত আছে। এরইমধ্যে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। যা চলতি শীত মৌসুমে রেকর্ড।

তারা জানায়, উত্তরবঙ্গের নওগাঁর বদলগাছীতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ প্রায় ৪১টি জেলায় আজ শীতের তীব্রতা বিরাজ করছে।

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গেল কদিন ধরেই প্রচণ্ড ঠাণ্ডায় কাঁপছে জনজীবন। মঙ্গলবার থেকে ঠাণ্ডার প্রকোপ আরও বেশি।

বেলা গড়ালেও শীতের তীব্রতা না কমায় প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। যারাও বের হচ্ছেন, তারা হিম হাওয়ায় ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে কষ্ট পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। বয়স্ক এবং শিশুরাও আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে।

এদিকে, রাজধানীতে আজকের তাপমাত্রা আগের দিনের তুলনায় প্রায় ২ ডিগ্রি কমে গেছে। এতে অনেক এলাকায় কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, পরিষ্কার আকাশের কারণে তাপমাত্রা কমছে।

সর্বশেষ সংবাদ

মার্সেইয়ের হৃদয় ভেঙে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

প্যারিস সেইন্ট জার্মেইকে থামাবে কে? একের পর এক ট্রফি জিতেই চলছে ফরাসি ক্লাবটি। গড়ছে রেকর্ডের পর রেকর্ড। ফ্রেঞ্চ সুপার...

এই বিভাগের অন্যান্য সংবাদ