spot_img

নিজ বাসভবনে আহত মাহাথির মোহাম্মদ, হাসপাতালে ভর্তি

অবশ্যই পরুন

নিজ বাসভবনে বারান্দা থেকে শোবার ঘরে যাওয়ায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে তিনি পড়ে যান।

পরে তাকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

মাহাথির মোহাম্মদের সহকারী সুফি ইউসুফ জানান, মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে চিকিৎসকদের আশঙ্কা, তার শরীরের নিচের অংশের একটি হাড় ভেঙে যেতে পারে। তিনি আরও জানান, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে পূর্ণ মেডিকেল রিপোর্ট পাওয়ার কথা রয়েছে।

গত বছরের জুলাইয়ে মাহাথির মোহাম্মদের বয়স ১০০ বছর পূর্ণ হয়। সাম্প্রতিক বছরগুলোতে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। দীর্ঘদিন থেকে তিনি হৃদরোগে ভুগছেন। পূর্বে বাইপাস সার্জারিও করা হয়েছে।

মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের সাধারণ নির্বাচনে বিরোধী জোটের নেতৃত্বে বিজয়ী হয়ে আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বিশ্বে এক বিরল নজির সৃষ্টি করেন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে লিড নিল পাকিস্তান

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিকদের দেয়া ১৬৯...

এই বিভাগের অন্যান্য সংবাদ